Shankar Nath Upadhaya profile
Shankar Nath Upadhaya
424 10 0
Posts Followers Following
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তুই ভালো নেই বুঝতে পারি 
আকাশ দেখি যখন 
মেঘের আঁচল তাই টেনে নিস
কাঁদিস বুঝি তখন 

ভালো থেকো 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তারা ও কি সবটা জানে 
তোমার চেনা যারা 
কার ছোঁয়াতে মন জাগে 
কে না এলে মন মরা 
থাক না গোপন ইচ্ছে ব্যাকুল 
ভাঙুক বুকে ঢেউ 
যেমন করে সে বোঝে 
আর বুঝবে না তো কেউ 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর
 
এমনি কতো বছর পেরোয় 
দিন থাকে না থেমে 
প্রেমিক প্রমের  নেয় তো শপথ 
আজও চাঁদের নামে 

ভালো থেকো 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা  
সাজাও যতই সেই 
ভুল পথে চলবেই 
ভাগ্যের চাকা সেও 
হাঁপিয়েছি বলবেই 
গেল যে বছর তার 
ভেঙ্গে দিয়ে সংসার 
নতুন কি পারবে 
বুঝে নিতে দায়ভার 
স্বপ্নের জাল ফের 
একে একে বুনবো 
কটা এলো কটা গেল 
শেষ বেলা গুনবো 
নিয়মের বাইরে কিছু হবে 
তা কি হয় 
ভালো থেকো ভালো হবে 
নেই কোন সংশয় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
কখনো হয়নি এমন 
তুই ছাড়া এক সকাল 
আমায় দেখতে এলো 
এলি না তাই তো একাই
শূন্য চেয়ার দুইখানা কাপ 
বসে বসে রোদ পোহালো 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
এ কেমন শর্ত তোমার 
ভোরের আলো দেখবে 
যদি সে আলো মোছায় আঁধার 
ছুঁয়ে যায় তোমায় সে রোজ 
জানতে দেয় না মোটেই 
মুছে দেয় সব কালো তার আলোর বাহার 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya -  সন্ধ্যা বাসর 

খুঁজব কোথায় বল
কদিন থেকে আবার উধাও 
এমনই চঞ্চল 

চোখেতে চোখ রেখে 
বলিস না তাই কথা 
সব বুঝি শোন  তোর যাওয়াতে
হয় না রে আর ব্যথা 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তুই ভালো নেই তাইত 
আমার হয় না ভালো থাকা 
মন্দ হলেও তুই ছাড়া রাত 
বড্ড একা একা 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
পাই না দেখা যখন তোমার 
খোঁজ করি অন্তরে 
ঘর বেঁধেছ মনে 
বল ভুলি কেমন করে 
তবুও তো হয় ইচ্ছে 
হেরি তোমায় বারে বারে 
সামনে এসে দাও দেখা শ্যাম 
রইও না আর ঘরে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

তোমরা কজন ইচ্ছে মতন 
সাজাও রাতের বেলা 
একটা আকাশ তার গায়ে চাঁদ 
জ্যোস্না মেখে মেঘের সাথে    
খেলছ এ কোন খেলা 

ভালো থেকো 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ভোর হলো নেই ভোরের আলো 
কোথায় রবি মুখ লুকালো
একলা আকাশ বড্ড ফাঁকা 
সাজিয়ে ছবি মেঘের আঁকা 
নেই রোদ নেই শুধুই কালো 
সেই ছবি নয় মোটেই ভালো 
সময় এগোয় নিজের তালে 
লাগুক হাওয়া মেঘের পালে 
কাঁচা মিঠে রোদের সারি 
দে দেখা তুই তাড়াতাড়ি 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তাদের মাঝের দূরত্বটা 
বললে বলে হয়নি মাপা 
তবুও নদী ছুটছে, সাগর 
 বলছে এসে বুকে ঝাঁপা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

সে কেন রাত জাগে 
আমার হয়নি আজও জানা
ঘুম আসে না বুঝি 
না কি তার ঘুমোন মানা 
বললে বলে হেসে 
শুধু দেখব তোমায় বলে 
রাত জাগি তাই যাও 
যদি ফের অন্য কোথাও চলে 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
অভিযোগের লিস্টি বড়ো 
বিশ্বপিতা শুনবে নাকি 
স্যান্টা সেজে খেলনা দিয়ে 
প্রতিবারই দিচ্ছ ফাঁকি 
কলম খাতা পেটের ক্ষিদের
করবে শুনি কে উপায় 
যাকেই বলি এসব কথা 
হাত তুলে সব তোমায় দেখায় 
মানছি তুমি ব্যস্ত ভীষণ 
নানান কাজের লিস্টি নিয়ে 
পারবে না আর ভুলিয়ে দিতে 
কেকের সাথে মিষ্টি দিয়ে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর

সব বোঝে সে বলবে না তাও 
কেমন  অনুরাগ 
দেয় না কিছু বলতে তাকে 
কলঙ্কের ওই দাগ 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তখন কেন দাওনি সাড়া 
এই অভিমান রাখব কোথায় 
বলেছিল চাঁদের আলো 
কোনো এক ভোরের বেলায় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 

কেউ যদি চায় জানতে কতো 
গভীর ছিল তোমার চাওয়া 
বলব আকাশ জানলো না 
মেঘ চাঁদের পিছু করছে ধাওয়া 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
কেউ ভালো নয় 
সবাই শুধু একলা আসে যায় 
আমার মতন কয়েক জনাই 
থাকে অপেক্ষায় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya -  সন্ধ্যা বাসর 

পারলে না তো আটকে দিতে 
মনের দাবিদাওয়া 
মেঘের পথেও হয়নি বাধা 
কোনো দক্ষিণ হাওয়া 


লজ্জা কেন বলতে তবে 
আজও ভালোবাসি 
চাঁদ বলেছে আকাশকে 
রোজ তাইত আমি আসি 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
আবার ওই মেঘের আড়াল 
আসছে না রোদ 
কে জানে কে আকাশ গায়ে 
লিখছে অভিমান 
বলে না কেউ কেন 
তোর কথায় কথায় 
মর্মভেদী উদাস এ রূপ 
সইছে না যে প্রাণ 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
রাত ফুরলেই ফুরিয়ে যাবি 
এমন কেন হয় 
সারাটা দিন থাকতে বুঝি 
ভীষণ লাগে ভয় 
ভালো থেকো 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
আলতো করে চুমু 
উষ্ণতা নিই মেপে 
খানিক তরল খুশি 
রোজ থাকে এই কাপে 
গন্ধ রূপে রঙে 
যেমনই সে হোক 
তার ছোঁয়াতেই যাই ভুলে 
সব জমিয়ে রাখা শোক 
এক চুমুকেই শেষ 
আহা তাই কখনো হয় 
 ভুলতে চেয়েও যায় না ভোলা 
যেমন তেমন নয় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
আড়ল করো মেঘ দিয়ে রোদ 
দুঃখ হাসি দিয়ে 
বৃষ্টি সুখের হয় না আড়াল 
দেয় এসে ভাসিয়ে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
কে দেয় উঁকি মনের ভেতর 
কে আসে যায় রোজ 
যার নামে তোর লজ্জা কেন 
নেয় না সে তোর খোঁজ 
সাজিস যে তুই এমন করে 
দেখবে কে সাজ শুনি 
যে গায় রাতে মেহফিলে গান 
সেই বুঝি তোর উনি
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রইল কি আর বাকি 
তুমি খুঁজছ সারা বেলা 
শান্তি সেও আসবে এখন 
চলছে ঝড়ের পালা 
বৃন্দাবনী সুখ চাইলেও 
সবাই কি আর পায় 
কেউ পেয়েছে বিশ্বাসে 
কেউ পেল যমুনায় 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - এই রোদ সেই 
রোদের মতো নয় 
উষ্ণতা নেই শুধুই আছে 
অজানা এক ভয় 
হঠাৎ যদি কেউ দেখে নেয় 
খাপছাড়া সংসার 
ভেবেই সারা তেমন হলে 
কে নেবে দায় তার 

ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
খুব প্রয়োজন না হলে আর 
ব্যালকনি তে দাঁড়াই না 
তোমার ব্যপার অন্য নচেৎ 
ও পথ এখন মাড়াই না
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
এ ছবি শুধুই আমার 
চাইলেও কি ভুলতে পারি 
মেঘ হয়েছে আঁচল 
দুচোখ ভাসছে বোঝাই স্বপ্ন তরী 
বলেছি অনেক বারই যা না থেকে 
পাঠালো তাই তো ছবি আমায় এঁকে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রাজপথ শুনশান 
কুয়াশার আঁকিবুকি 
শীত শীত তার মাঝে 
রোদ দিয়ে যায় উঁকি 
ধোঁয়া ওঠা পেয়ালার 
গায়ে লেখা সংলাপ 
ঠোঁট দিয়ে ছুঁয়ে দেখ 
কি ভীষণ উত্তাপ 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
যাকে ছুঁয়ে সত্যি কথা লজ্জা ব্যথা 
সেই যদি না থাকে 
ফেরাবে কি তোমরা তবে 
সবাই একে একে 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
থাক ব্যবধান থাক আকুতি 
রইবে চাওয়া পাওয়া 
মিলবে না সব হিসেব জান 
তাই কি চলে যাওয়া 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
কিছু রঙ তুমি রেখে দিও ঘরে 
আগামী ফাগুনে লাগাব দু গালে 
বসন্ত যেন না জানে কিছুই 
কে এসে এমন যতনে সাজালে 
ভালো থেকো 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তোমার ডাক ফিরিয়ে 
থাকব গো শ্যাম 
সাধ্য আমার নাই 
যেমন তোমায় ডাকি 
তুমি ডেকো গো কানাই 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
হঠাৎ কিছু হয় না কেন 
কেনই বা হয় নিয়ম মেনে 
 প্রেমের পরে ফের বিরহ 
কেনই বা হয়  সবটা জেনে 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
হলো না সে সব কিছু 
যা তুমি ভেবেছিলে 
প্রতিদিন স্বপ্ন নতুন 
যায় উড়ে তার ডানা মেলে 
যে ধরা দেয় না সবাই 
তার পেছনেই ছুটছি কেন 
তুমি কি তোমার মতোই 
তাদের চেন 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
হলো না সে সব কিছু 
যা তুমি ভেবেছিলে 
প্রতিদিন স্বপ্ন নতুন 
যায় উড়ে তার ডানা মেলে 
যে ধরা দেয় না সবাই 
তার পেছনেই ছুটছি কেন 
তুমি কি তোমার মতোই 
তাদের চেন 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সে কথাই বলছে সবাই
নয় অভিমান মোটেই ভালো 
বিরহের রাত ফুরালো 
এবার মেঘের ঘোমটা তোলো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
সে শুধু তোমার নামেই করলো নালিশ 
লক্ষ্য তারার ভীড়ে 
তুমিকি লুকিয়ে ছিলে মেঘের ভেতর 
যে মেঘ হাওয়ায় যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
সে বুঝি মান করেছে 
বললে না তাই কোন কথা 
ক ফোঁটা শিশির দিয়ে কাঁচের গায়ে 
লিখল সে তার মনের ব্যথা 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
মিশে যেতে দাও 
মানুষের সঙ্গে মানুষকে  
রাগের সঙ্গে ভালোলাগা 
গভীর কালো রাতের সঙ্গে
 ঝকঝকে সকাল 
উত্তাপের সঙ্গে শীত
মিশে যাক লেলিহান আগুনের সঙ্গে 
সমাধিস্থ নীরবতা 
এভাবেই যদি ভালো থাকে সব্বাই 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments

Explore more quotes

Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তুমি পারবে জানি মন নিয়ে 
এক মনের বাড়ি যেতে 
তুমি পারবে জানি এক মুঠো রোদ 
আনতে নবীন প্রাতে 
ইচ্ছে তো হয় তোমায় বলি 
নিও আপন করে 
চায় না গো মন থাকতে কারোর 
মিথ্যে বাহু ডোরে 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
যে যাই বলুক আসবে তুমি 
যেমন আসো রোজ 
কেমন থাকো দূরে থেকেই 
না হয় নেব খোঁজ 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
তোমার কথা ভাবি যখন 
নতুন করে তোমায় পাই 
ধূপের ধোঁয়ায় সেই তুমিটা 
বলছ আমি সেথায় নাই 
ভজন স্মরণ নিত্য সেবা 
প্রসাদ ভরা পুজোর থালা 
চায় না তোমার বনমালী 
রঙবাহারি ফুলের মালা 
সব অকারণ তাই বলেছ 
ঠিক বুঝেছে আমার মন 
সঙ্গে তুমি থাকলে ও শ্যাম 
ঘরেই আমার বৃন্দাবন 
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
সেই টানটা আমারও নেই 
তোমারও নেই ,চাঁদের যেটা আছে 
দেখতে পেলেই বলবে আমার
আয় না আরো কাছে 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
ঘুম শীত আর মেঘের দাপট 
সূর্য নিয়ে খেলছে খেলা 
কেমন যেন হচ্ছে মনে 
ফুরিয়ে গেল সকাল বেলা 
রোদেরা কেউ আজ আসেনি 
রাগ করে সব ঘরেই বসে 
আজ কতটা ঠান্ডা হবে 
বলবে খগেন অঙ্ক কষে 
বন্ধ ঘরে চলছে বাছাই 
লম্বা খাটো শীতের বহর
খবর পেলাম আসছে তারা 
কাঁপিয়ে দিতে গ্রাম ও শহর 
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
ওই কাজল কালো মেঘের গায়ে 
অল্প আলো, সেটুকুটাই প্রেম ছিল 
কে জানে কে কেনই বা তার 
কলঙ্কিনী নাম দিল
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রাই চলছে শ্যামের কাছে 
বাঁশি তাকে পথ দেখায় 
পায় না দেখা প্রশ্ন মনে 
এমন বাঁশি কে বাজায় 
রাই ছাড়া তার আর কে আছে 
সাজায় কে আর বৃন্দাবন 
ও শ্যাম তোমায় বলতে হবে 
আর কে ভাসায় দুই নয়ন 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
রাই চলছে শ্যামের কাছে 
বাঁশি তাকে পথ দেখায় 
পায় না দেখা প্রশ্ন মনে 
এমন বাঁশি কে বাজায় 
রাই ছাড়া তার আর কে আছে 
সাজায় কে আর বৃন্দাবন 
ও শ্যাম তোমায় বলতে হবে 
আর কে পেল তোমার মন
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সন্ধ্যা বাসর 
ঠিক বুঝেছ তুমি 
মনের কাছে মন ছাড়া 
আর নয়তো কিছুই দামী 
ভালো থেকো  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Shankar Nath Upadhaya
Quote by Shankar Nath Upadhaya - সকাল কথা 
কাল বেশি আজ কেন কম হলো 
রোজ রোজ প্রশ্নের ভ্রূকুটি 
মজেছিল মন আমার রজনীগন্ধায় 
উপহারে তবে কেন বর্ণিল দোপাটি 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes