Tapan Bhattacharjee profile
Tapan Bhattacharjee
100 2 4
Posts Followers Following
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "Sisters and Brothers of America"
বিশ্ব জয়ী আহ্বানে, আজ আমরা গর্বিত,
কিন্তু আমরা শুনে অবাক হবো সেই মুহূর্তে
স্বামিজীর কি মনে হয়ে ছিল।
" 5000 শ্রোতৃবর্গ করতালিতে আমার বড় ভয়
হইল, না জানি কি ভুল করিয়াছি, হয়ত সকলে বিদ্রুপ করিতেছে। উন্মাদের মত সেদিন কি বলিয়াছিলাম মনে নাই, সভা ভঙ্গ হইলে গৃহে আসিয়া ভয়ে কাঁপিতে লাগলাম "  

                                     🇮🇳 স্বামিজী 🇱🇷
সুপ্রভাত 


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - ঈশ্বর যদি আমাদের মনের
কথা জানতে পারেন, আর যদি
তাঁকে সর্ব শক্তিমান মেনে নিতে
পারি, তবে আমরা কেনো
আমাদের ইচ্ছা গুলো
 জোর করে তাঁর
কাঁধে ভর
চাপাই?
তিনি তো বিশ্বের ভর ভালবেসেই
নিয়েছেন। 
সুপ্রভাত 


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পৃথিবীর কোন কিছুই চিরস্থায়ী নয়।
প্রতিটি মানুষের পূর্ব কর্ম ফল অবশ্যম্ভাবী।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - " প্রণাম " একটি সামাজিক প্রথা
যেখানে আমিত্বের উন্নত শির কে
সহজেই অবনত হবার শিক্ষা দেয়।

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - " সংস্কার দুই প্রকার "
এক - শুভ সংস্কার ।
দুই- অশুভ সংস্কার। 
শুভ সংস্কার চালিত করা
আর অশুভ সংস্কার বর্জন করার
নাম হলো "সাধনা"

সুপ্রভাত 
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - জীবনে ভুল কাজ বার বার করলে,
সেটি সংস্কারে পরিণত হয়।
আর বৃদ্ধ বয়সে সেই সংস্কারগুলি বার বার
ফিরে আসার চেষ্টা করে।
বিপদ সেখানেই। 

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - বিধাতা তোমার জন্যে যাই বিধান 
লিখেছেন, সেটি তো মানতেই হবে,




তবে প্রাণপণে ক্ষমা প্রার্থনা করলে
এক মুহূর্তে সব সুন্দর হতে পারে।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - 
যে কোনও প্রত্যাশা ই
 মানুষ কে লোভী করে।
প্রত্যাশা হীন জীবন কিন্ত 
রাজার মত ধণী।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "মনের ভিতরে মন"
এক মন সদাই চঞ্চল, সদা পরিবর্তনশীল। 
আর এক মন সেই চঞ্চলতা', পরিবর্তন 
এই সব অবস্থার নীরব দর্শক। 

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - জীবনের সব সমস্যার সমাধান করতে
হয় না, কিছু সমস্যা
জীবন চলার পথেই 
আপনা আপনি 
সমাধান 
হয়।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments

Explore more quotes

Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - বেঁচে থাকাটা যদি
লড়াই হয়, তবে
মৃত্যু টা কি, হেরে
যাওয়া, নাকি
লড়াই থেকে
মুক্তি?

                   উত্তর চাই? 
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "হিন্দু যদি ধার্মিক না হয়,
তাহাকে আমি হিন্দু
বলি না"
                      🍀স্বামিজী🍀
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
3 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - কেউ কেউ বলে পাহাড় নাকি কথা কয়।
চুপটি করে যদি শুনতে চাও,তবে
তার আরও কাছে নির্জনে আসো।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "পাশ্চাত্য জাতি ঈশ্বরকে বাহিরে
অন্বেষণ করিয়াছে, প্রাচ্য করিয়াছে
অন্তরের গভীরে। তাই পাশ্চাত্য ধর্ম শাস্ত্র 
বাহির হইতে ভিতরে আসিয়াছে। আর
প্রাচ্য অন্তরের গভীরতম স্থল হইতে
বাহিরে আসিয়াছে"
                                     🙏স্বামিজী🙏
এ এক গভীরতম সত্য কথা

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - তোমার নিজের ভিতর  যে শক্তি আছে
তার পূর্ণ  প্রকাশ করো, অপরের যা ভাল,
সেগুলো গ্রহণ করো কিন্তু কাউকেও
অনুকরণ করিও না।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - স্বপ্ন যদি বাস্তব হত
তবে মানুষের জীবনে
এটি কত বড়ই না খেলনা হত!!

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - তুমি কারও উপকার করে, 
যদি ভাবো বেশ উপকার করলাম,
তা হলেই সব শেষ।
যদি ভাবো ভগবান আমাকে এই
কাজ করার সুযোগ দিয়েছেন,
তবে জীবনে কিছু পাওয়া বা
হারাবার সুখ, দুঃখের পারে
যেতে পারো।


সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পুরুষরা যদি সকল 
শ্রেণীর নারীদের 
সন্মান ও শ্রদ্ধা 
করাটা নৈতিক 
দায়িত্ব হিসেবে 
মেনে নিতে পারত, তবে
সমাজ আরও শক্তিশালী 
হতে পারত।
যদি কোনও নারী 
শ্রদ্ধার অযোগ্য হয়,
তবে তার জন্য আমরা 
সকলে দায়বদ্ধ।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
2 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - এখনো পৃথিবী ঠিক
জেগে আছে। এখনো
ভালো মানুষের অন্তরের 
প্রাণের মূল্য আছে।
এখনো প্রাণের দাবীতে
প্রাণ উৎসর্গ আছে।
তবুও  প্রাণ বড়ই অসহায়
কারন আস্থা শব্দটির 
মৃত্যু ঘটেছে
🙏 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "মানুষ" এক বিচিত্র প্রকৃতির ঈশ্বর শৃষ্ট জীব। 
মোক্ষ লাভ অনেক দুরের কথা। ভোগ করতেই 
জানে না। প্রতি মুহূর্তে বিনাশ আর অভাবের
তাড়নায় সঞ্চয়ের জন্য উৎপীড়িত হচ্ছে।
প্রকৃত ভোগের পরিতৃপ্ত পাচ্ছে না।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - কৃপণ ব্যক্তিরা কত না বোকা।
সারাজীবন কষ্ট করে অর্থ আয়
করে। নিজে সেটা উপভোগও
করে না। আবার যারা অর্থ ভোগ
করবে, তারাই সেই ব্যক্তিরকে
সারাজীবন কৃপন বলে থাকে

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - শব্দ যুক্ত ভাষা বুঝতে সামান্য 
চেষ্টার প্রয়োজন। 
নির্বাক ভাষা অনুভব করাটা
এক বিশেষ যত্নের প্রয়োজন। 
যেমন- "কিছু না বলে 
অনেক কিছু বলা"।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - যখন আপন থেকে আপনার লোক
তোমাকে অবিশ্বাসের যায়গায় রাখবে,
তখনও তুমি নিজের কাছে বিশ্বাসী থেকো।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - দৃষ্টি    ক্ষীণ হতে ক্ষতি নেই,


অন্তর দৃষ্টি যেন সজাগ থাকে।

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - ও মেয়ে তুই আজ 
লড়াই কর।
মমতা ছেড়ে অস্ত্র ধর।
আগে তুই দুর্গা ই হবি।
পরে না হয় লক্ষ্মী রবি।

প্রভাত বন্ধু। - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - খুব কম মানুষই ঈশ্বর কে চায়।
প্রায় সকলেই ঈশ্বরের কৃপা চায়।।
তাই ঈশ্বর কৃপাময় রুপেই থাকেন। 
ঈশ্বরের আত্ম স্বরূপটি আর দেখা
হয় না।

সুপ্রভাত 
🌸🌺🍀🙏🌸🌺🍀
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - অন্তরে তব আসনখানি পাতা হয় নাই আজও। 
ঘুরে ঘুরে তুমি ক্লান্ত আজি,মলিন রূপে সাজো।
পিতা তুমি, মাতা তুমিই সন্তানকে আগলে রাখো।
বারবার মাঠে খেলতে দিয়ে, দুর হতে শুধু দেখো।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পশুরা রেগে গেলে, 
সাথে সাথেই প্রতিক্রিয়া 
প্রকাশ করে, যেহেতু তাদের
 প্রতিক্রিয়ার ফলাফল আজানা।
মানুষ তো বুদ্ধিমান, 
তবু কেন রেগে গিয়ে
তৎক্ষণাৎ প্রতিক্রিয়া করে ?
নিয়ন্ত্রণহীন মন পশুর
 মতই হয়ে থাকে।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - বিভিন্ন ধর্ম গ্রন্থ বলেন,
মানুষ তুমি নিজেকে রক্ত মাংসের 
শরীর হিসেবে সহজেই চিহ্নিত করতে পারো।
একবার নিজেকে "শরীর বিহীন আত্মা"
রূপে দেখো, দেখবে সর্বত্র ই
বিরাজমান পরমাত্মার
অভিন্ন রুপেই তুমি আছো।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পৃথিবীতে যে মানুষে মানুষে জ্ঞানের 
গভীরতার পার্থক্য লক্ষ্য করা যায়,
তার প্রধান কারণ ই "একাগ্রতা"
যার যত একাগ্রতা সে ততই পারদর্শী। 
স্বামিজী ছিলেন অন্যতম।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - মনের একাগ্রতা বৃদ্ধি করতে, মনকে
যত্রতত্র যেভাবে খুশি চলতে দেওয়া যাবে না।
মন যেহেতু একটি সক্রিয় বিষয় তাই 
নির্দিষ্ট বিষয়ে নজর রেখে মনকে বেঁধে
ফেলতে হয়। অন্যথায় মন বাধ্য হতে
চায় না।

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - সূর্য যেরূপ মেঘে ঢাকা পরে না,
মেঘ আমাদেরকে সূর্য থেকে পৃথক করে।
তেমনি আমরা মায়ার বন্ধনে 
ঈশ্বর রূপ আত্মা থেকে পৃথক 
হয়ে নিজেকে ঠিকমত চিনতে পারি না।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - জীবনে "দুঃখ" কি ভাবে দুর করা যায়?
জীবনে "শান্তি" কি ভাবে আসে?



দুটি প্রশ্নের উত্তর আপাততঃ একই 
মনে হলেও, প্রকৃতই দুটি বিষয় ই
বিপরীত অর্থ বহন করে।
"দুঃখ ও সুখ" পরস্পর জড়িত থাকে।
"শান্তি" এ দুটির সাথে কোনও সম্পর্ক 
রাখে না।
সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - তোমার মন, দেহ, বুদ্ধি 
অনেক কিছুই চায়।
কিন্তু তুমি কি সত্যিই 
সেগুলো চাও?
জ্ঞানী বলেন, না আমি
আত্মা, আমার এসবের 
সঙ্গে কোনও সম্পর্ক নেই। 

সুপ্রভাত 

 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - আজি বিশ্বকে দেখি অন্তরমাঝে,
আজ চিত্ত যেথা শুধুই বিশ্বময়।
বিধাতা কে আজ দেখেছি বিশ্বমাঝে,
আর কিসের প্রয়োজন ঐ দেবালয়।

সুপ্রভাত 


 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি
নৃণাং বৈরাগ্য মে এব অভায়ম্।

পৃথিবীর সমস্ত বস্তু হইতে মৃত্যু ভয় আছে।
একমাত্র বৈরাগ্য ই অভয় দান করে।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - হে মানব, শুনিয়া রাখো,
" মন আজ যে জাগতিক বিষয়ে
আনন্দ বা সুখ দিতেছে, আগামীদিনে
সেই মনই সেই বিষয়ে দুঃখ দিবেই"
ইহাতে কোন সন্দেহ নাই। 

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - মানুষ যে দিন কথা বলার চাইতে
কথা বলার "বিষয়ে" সচেতন হবে,
সেদিন থেকেই সময়, সম্পর্ক এবং
আত্ম-সন্মান তার উপযুক্ত মান্যতা পাবে।


সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - "Key note of Life"

No to be Agreesive.
Not to be Manipulative.
Only be Assertive.

Good Morning  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - প্রভু যীশুকে সামান্য 
জেলে মানুষেরা ঈশ্বর 
মানলো, আর পন্ডিতরা
তাঁকে শাস্তি দিয়ে হত্যা করল। 
   🍀স্বামিজী🍀

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes

Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - ভারতবর্ষের ৠষিগন এতই দুরদর্শী ছিলেন,
যে তাঁদের জ্ঞানের মহত্ব্ বুঝিতে জগত কে
আরও কয়েক শতাব্দী অপেক্ষা করতে হবে।
                              🌺স্বামিজী🌺
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
1 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পৃথিবীতে তারাই সুখী
যারা শান্তি প্রিয়, প্রকৃতির কাছে
নতি স্বীকার করে, খুব একটা কল্পনার 
ধার ধারে না।
আর যারা অনুভূতি প্রবল, সদাই 
অন্তর্মুখী, মনের গভীর ভাব
তারাই দুঃখী, অসম্ভব রকমের 
ত্যাগের প্রতীক। 

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - মানুষ যখন কিছু কথা বা কোনও 
ব্যাপারে মন্তব্য করে, তখন একটু
সময়ের জন্য যদি সেই মন্তব্য করার 
প্রয়োজন বা ফলাফল বিচার করে
তাহলে মানুষ বুঝতে পারবে যে সংসারে
বেশী কথা বলার এক্কেবারে প্রয়োজন নেই। 
" সংসার জীবনে সংঘাত এখানেই "
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - প্রতি মুহূর্তেই আত্ম বিশ্লেষণ করো।
ধ্যান জ্ঞান শুধুমাত্র আত্ম বিশ্লেষণ। 
মনকে ছাত্র করো, সত্যিকারের "আমি"
তোমার গুরু হোক। 
জীবন শান্তিপূর্ণ  হোক।

সুপ্রভাত 
 - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - নির্জনতা আর সম্পুর্ণ একাকীত্ব 
বোধ হয় ঈশ্বরের অস্তিত্বকে 
অনুভব করায়।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - জগতে যত জাতি আছে,
হিন্দুই তাদের মধ্যে
পরম ধর্ম সহিষ্ঞু।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - সংসার-ঘোর-দুঃখ-হারিণে নীলকন্ঠ তে
নমঃ শিবায়। ঔং জুং সঃ স্বাহা।

হর নর্মদে হর।
সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - পৃথিবীর সব জ্ঞান হয়ত সবার 
হয় না। কিন্তু নিজেকে জানা
বা বোঝার  জ্ঞান অত্যন্ত জরুরি।
কারন এই জ্ঞানের আলোতে
তুমি পরিবর্তিত হবে।

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - যে রাগতেই জানে না
সে ত ভীষন বোকা।
আবার যে রাগ নিয়ন্ত্রণ করতে
পারে না, সে ত মানুষ ই নয়।

       স্বামিজী

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments
Tapan Bhattacharjee
Quote by Tapan Bhattacharjee - জাতি বিভাগের যথার্থতা
লাখে  এক জন ও বোঝে কিনা সন্দেহ। 

স্বামিজী,
                    স্থান- হিন্দু পত্রিকা সাক্ষাৎকার। 

সুপ্রভাত  - Made using Quotes Creator App, Post Maker App
0 likes 0 comments

Explore more quotes